বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে বৌদ্ধ বিহারের দখল নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও সমিতির নেতাদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১১ই মে ২০২৪ ১১:৪০:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও সমিতির নেতাদের মধ্যে আবারও সংঘর্ষ । উত্তেজনা বৌদ্ধ ভিক্ষু ও সমিতির নেতাদের মধ্যে। দুই পক্ষের কথা কাটাকাটি থেকে রূপ নেয় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরে অবশ্যই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অসুস্থ হয় বেশ কয়েকজন ভিক্ষু।

দুই মাস আগের মারামারি রেশ কাটতে না কাটতে আবারও চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও সমিতির নেতাদের মাধ্যমে সংঘর্ষ । প্রথমে কথা কাটাকাটি আর হাতাহাতি। পরে তার রূপ নেয় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। দফায় দফায় সংঘর্ষ থামাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকেও।

 

ভিক্ষদের অভিযোগ শনিবার (১১ মে) সকাল ১১ টার দিকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা এসে বিহারের আসন থেকে বৌদ্ধ মুর্তিকে সরিয়ে তারা সেখানেই বসে যায়।  তালা ঝুলিয়ে দেয় বিহারে। বিহারে টাঙ্গিয়ে দেয় ব্যনার। দুপুর দুইটার ২ টার পর ভিক্ষু নেতারা জড়ো হলে শুরু হয় দই পক্ষের উত্তেজনা। মূলত বিহারকে নিজের দেখলে নিতেই সমিতির নেতাদের এমন কর্মকাণ্ড বলে অভিযোগ তাদের।  তবে বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারন মানুষ ক্ষোভ জানিয়ে বলেন বিহারের থাকবে ভিক্ষুরা, নেতারা নয়।

 

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এক পক্ষকে পুলিশ বিহার থেকে বের করে দিলে শান্ত হয় পরিস্থিতি। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ভিক্ষু। পরে এ্যাম্নুলেন্সে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। ভিক্ষু নেতাদের অভিযোগ পরিকল্পিতভাবে বিহার দখলে নিতেই সকাল থেকেই জড়ো হয় তারা।

 

উল্লেখ্য, গত ৮ মার্চ নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে ভিক্ষু ও সমিতি নেতাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছিল। আলাদা আলাদা মানববন্ধন করছিল দুই পক্ষই।

 

ডিবিসি/ এসএইচ  

আরও পড়ুন