বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে ১৫ মাসে বিএনপির ২৪ নেতাকর্মীকে হত্যা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ৫ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে, যার জেরে গত ১৫ মাসে অন্তত ২৪ জন নেতাকর্মী খুন হয়েছেন।

আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং দলীয় গ্রুপিংয়ের কারণে নিজ দলের কর্মীদের হাতেই অনেকে প্রাণ হারাচ্ছেন, আবার কোথাও প্রতিপক্ষকে দমাতে ব্যবহার করা হচ্ছে ভাড়াটে খুনি।

 

সর্বশেষ গত ২৮শে অক্টোবর বাকলিয়ায় নগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও যুবদল নেতা বোরহানের সমর্থকদের সংঘর্ষে নিহত হন ছাত্রদল নেতা সাজ্জাদ। এই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও দলীয়ভাবে কোনো কঠোর ব্যবস্থা নেয়া হয়নি।

 

সবচেয়ে বেশি রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে রাউজানে, যেখানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার গ্রুপের দ্বন্দ্বে দেড় ডজনের বেশি নেতাকর্মীর মৃত্যু হয়েছে। 

 

এর আগে এপ্রিল মাসে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী মালিক আবদুল্লাহ ও ইব্রাহীম এবং জুলাইয়ে স্ত্রী-সন্তানের সামনে যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে গুলি করে হত্যা করা হয়। যদিও নিহতদের অনেককেই দলীয় লোক বলে মানতে নারাজ বিএনপি নেতারা। 

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান দাবি করেন, সুবিধাবাদীরা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল জানিয়েছেন, কোন্দল মিটমাট করার পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন