চট্টগ্রামের ইপিজেডে আদম ক্যাপ নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের সাত তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিবিসি/এফএইচআর