বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড, একদিনে ৬৩০১ গেট পাস ইস্যু

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বন্দরে এক দিনে সর্বোচ্চ ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু করার মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯শে নভেম্বর) এসব গেট পাস ইস্যু করা হয়। এর মধ্যে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেট পাস রয়েছে, যা একদিনে ইস্যু হওয়া গেট পাসের সংখ্যার দিক থেকে এযাবৎকালের সর্বোচ্চ।

 

বন্দরের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।

 

তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি ও টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহারের ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এখন আরও গতিশীল ও স্বচ্ছ হয়েছে। প্রযুক্তির এই ব্যবহার বন্দরের কার্যক্রমে অভাবনীয় গতি এনেছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন