চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে হস্তান্তরের প্রতিবাদে আগামী ১০ই ডিসেম্বর সকালে দেওয়ানহাট থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ।
শুক্রবার (৫ই ডিসেম্বর) বিকেলে নগরীর সাগরিকা এলাকায় আয়োজিত এক জনসভা থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের লোডিং–আনলোডিং কার্যক্রম বৃদ্ধি এবং মুনাফা অর্জন সত্ত্বেও লুটপাটের উদ্দেশ্যে বন্দরটি দেশি-বিদেশি গোষ্ঠীর কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে।
তারা অবিলম্বে বন্দরের এনসিটি (নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল) ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধ, লালদিয়ার চর ইজারা চুক্তি বাতিল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানান। শ্রমিক নেতারা আশঙ্কা প্রকাশ করেন যে, বন্দর বিদেশিদের হাতে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
ডিবিসি/এএমটি