চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯শে জুলাই) সকালে আবুধাবি থেকে ফ্লাইটযোগে চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। এরপর তাদের ব্যাগেজ তল্লাশি করে এসব মালামাল জব্দ করেন কাস্টমস এবং বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা এবং পাকিস্তানি ডিউ ক্রিমের মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা।
ডিবিসি/এমএআর