দেয়ালে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলেই স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে ঘর-দরজা। এমনি বেহাল দশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের। সত্তরের দশকে নির্মিত এই ঝুঁকিপূর্ণ ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় দিন কাটাতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের প্রাদুর্ভাবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
পাহাড়ের বুক ঘেঁষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লালদুর্গ খ্যাত শাহজালাল হল ভবনটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর বাস। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হলটির বয়স প্রায় ৫৪ বছর। দীর্ঘদিন ধরে সঠিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটির এখন বেহাল দশা। দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়ার কারণে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
হল সংসদের প্রতিনিধি আলাউদ্দিন সন্দ্বীপি দ্রুত সময়ের মধ্যে নতুন হল নির্মাণ করে নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল আহাদ জানান, হলটি সংস্কার করা হবে নাকি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে, সেই সিদ্ধান্ত নিতে ইতোমধ্যেই একটি তদন্ত টিম গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন জানিয়েছেন, প্রতিবেদনের ওপর ভিত্তি করে হলের ভবিষ্যৎ কাঠামো ও নিরাপত্তা-সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হলটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার করে নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
ডিবিসি/পিআরএএন