চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ওয়ার্ল্ড ফিলোসফি ডে ২০২৫’ বা বিশ্ব দর্শন দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে দর্শন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে ‘দর্শন ও মানবিকতা’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দর্শনের সর্বজনীন গুরুত্ব, যুক্তি ও সমালোচনামূলক চিন্তার প্রয়োজনীয়তা এবং মানবিক মূল্যবোধের বিকাশে দর্শনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
ডিবিসি/ এইচএপি