বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেড় শতাধিক নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণ-অভ্যুত্থান পরবর্তী গত ১৫ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সর্বশেষ ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১২৯ জনকে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাষক হিসেবে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানের নিয়োগ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। 

 

বর্তমান প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দলীয় প্রার্থীদের অগ্রাধিকার দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর আগেও ধারাবাহিকভাবে কয়েকটি সিন্ডিকেট সভার মাধ্যমে বিভিন্ন পদে ১৯১ জনকে নিয়োগ দেয়া হয়েছিল, যা নিয়েও প্রশ্ন তুলেছে দুদক।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন