বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে আগস্ট ২০২৫ ০৫:৩১:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে সোমবার (আগামীকাল) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

রাতভর উত্তেজনার পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়, যা দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে। পুরো এলাকা ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে।


শিক্ষার্থীরা জানান, সকালে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন শুরু করেন। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে কিছু শিক্ষার্থীকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা একত্রিত হন। অন্যদিকে এলাকাবাসীও অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।


আহত হওয়ার আগে উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও ঘটনাস্থলে কেউ আসেনি। আইন প্রয়োগকারী সংস্থার অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এই ঘটনাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির ব্যর্থতা হিসেবে দায়ী করেছেন।


এই পরিস্থিতিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন