ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র আবারও বাবা হলেন। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোল আলো করে জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান। এ নিয়ে চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন এই ফুটবল জাদুকর।
শনিবার (৫ই জুলাই) সাও পাওলোর এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন ব্রুনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের সংবাদটি নিশ্চিত করেছেন তারা। সদ্যোজাত কন্যার নাম রাখা হয়েছে 'মেল'। এটি এই জুটির দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৩ সালে তাদের প্রথম কন্যা 'মাভি'র জন্ম হয়।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করে ব্রুনা বিয়ানকার্দি লিখেছেন, "আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর। স্বাগত, প্রিয় কন্যা! আমরা তোমাকে খুব ভালোবাসি।" এই ঘোষণার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন নেইমার ও তার পরিবার।
গত ২০১১ সালে সাবেক প্রেমিকা কারোলিনা দান্তাসের ঘরে নেইমারের প্রথম সন্তান পুত্র দাভি লুকারের জন্ম হয়। এছাড়া ব্রাজিলিয়ান মডেল অ্যামান্ডা কিম্বার্লির গর্ভে হেলেনা নামে তার আরও এক কন্যা রয়েছে, যার জন্ম হয় ২০২৪ সালে।
ডিবিসি/কেএলডি