জেলার সংবাদ

চলছে অবৈধ যানবাহন, বাড়ছে দুর্ঘটনা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২০ ০৬:৫৮:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিষেধাজ্ঞা অমান্য করে বাগেরহাটের মহাসড়কে অবাধে চলছে নসিমন-করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন। এতে একদিকে যেমন দুর্ঘটনা ঘটছে, তেমনি সৃষ্টি হচ্ছে যানজট।

অবৈধ এসব যানবাহনের বেশিরভাগ চালকের লাইসেন্স না থাকা এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিসহ নানা সমস্যায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি শহরের দশানি ট্রাফিক মোড়, বাগেরহাট বাসষ্ট্যান্ড, ষাটগম্বুজ মাজার সংলগ্ন এলাকায় যানজট লেগেই থাকে।

এদিকে, বিকল্প সড়ক না থাকায় পেটের দায়ে মহাসড়কে থ্রি-হুইলার চালানো হচ্ছে বলে জানায় চালকরা। আর, যাত্রীরা জানান জেলার অভ্যন্তরীণ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ও সময় কম লাগায় ঝুঁকি নিয়ে এসব যানবাহনে উঠছেন তারা।

থ্রি-হুইলারের জন্য দুর্ঘটনা ঘটায় কয়েকটি অভ্যন্তর রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি মালিক সমিতির। এদিকে পুলিশ বলছে, মহাসড়কে এসব অবৈধ যানবাহন বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে প্রায় সাড়ে ৪শ’ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দাবিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অবৈধ যানবাহন।

আরও পড়ুন