মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি বছরের শেষ নাগাদ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের পারমাণবিক আলোচনা এবং গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধসহ একাধিক বৈশ্বিক সংঘাতের নিষ্পত্তির আশা করছেন।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন, ইরান এবং ইসরায়েল-হামাস—এই তিনটি সংঘাত নিয়েই আমরা এ সপ্তাহে বৈঠক করছি এবং আমরা আশা করছি বছরের শেষ হওয়ার আগেই এগুলোর নিষ্পত্তি করতে পারব।'
উইটকফ গাজা যুদ্ধ সম্পর্কিত বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে আরব মধ্যস্থতাকারীরা এখনও উইটকফের কাঠামো অনুসারে তৈরি করা একটি প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন, যা গত ১৭ই আগস্ট হামাস গ্রহণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তাবটি নিয়ে কোনো মন্তব্য করেনি এবং গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করছে বলে মনে হচ্ছে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি মনে করেন গাজা যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি 'চূড়ান্ত সমাপ্তির' দিকে পৌঁছাবে। যদিও তিনি এই সময়সীমার পেছনের কোনো কারণ ব্যাখ্যা করেননি।
বৈঠকের শেষে উইটকফ বলেন, তিনি আশা করেন নোবেল কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করবে। তার এই মন্তব্যের পর উপস্থিত অন্যান্য ক্যাবিনেট সদস্যরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।
তথ্যসূত্র: টাইমস অফ ইসরায়েল
ডিবিসি/পিআরএএন