খেলাধুলা, অন্যান্য খেলা

চলতি বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের দ্বারপ্রান্তে জোকোভিচ 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১২ই সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৭:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছর চারটি গ্র্যান্ড স্লাম জয়ের দ্বারপ্রান্তে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সেমিতে অ্যালেক্সান্ডার জেভরেভকে ৩-২ সেটে হারিয়েছেন জোকো।

ফাইনালে তার প্রতিপক্ষ দানিল মেদভেদেভ। সেমিফাইনালে জেভরেভের সাথে লড়াইটা ছিলো দারুন। প্রথম সেটেই হেরে যান জোকো। তবে পরের দুই সেট জিতে লিড নেন এই সার্বিয়ান তারকা। চতুর্থ সেটে ম্যাচে ফেরেন যেভরেভ।

ম্যাচ নির্ধারণী সেটে আর পেরে ওঠেননি এ জার্মান তারকা। এতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় জোকোভিচের। শিরোপা জিততে তার সামনে বাধা বিশ্বের দুই নম্বর বাছাই রাশিয়ান তারকা দানিল মেদভেদ।

এরই মধ্যে চলতি বছর উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতে নিয়েছেন জোকো। ফাইনালেজয় পেলেই বিশ্বের ষষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবেবছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

আরও পড়ুন