চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাকৃতিক দৃশ্য দেখতে গিয়ে ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
মঙ্গলবার (২৯শে এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় থেকে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে বাইরের দৃশ্য দেখছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। এমন সময় মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে সেখানেই পরে যান তিনি। তাৎক্ষণিক ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করে ছিলেন। এমন সময় স্টেশনের ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লাগলে তার মৃত্যু ঘটে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ডিবিসি/নাসিফ