বিবিধ, লাইফস্টাইল

চশমা বদলের সময় হয়েছে: বুঝবেন কীভাবে ?

Md. Riad Hossain

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে এপ্রিল ২০২২ ০৫:৫৩:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ দিন ধরে আমরা এক চশমা পরেই থেকে যাই। চশমা না ভাঙলে চশমা পরিবর্তন নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। অনেক ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়। সহজে টের পাওয়া যায় না। কিন্তু দীর্ঘ দিন সেগুলি খেয়াল না করলে চোখের ক্ষতি হয়।

এই লক্ষণগুলো দেখলেই চশমা বদলানোর কথা ভাবতে পারেন

মাথা যন্ত্রণা: নিয়মিত মাথা যন্ত্রণা করে, অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। চোখের পাওয়ারে সামান্য বদল হলে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাওয়ার ঠিক আছে কি না মেপে দেখুন।

অতিরিক্ত চোখের পলক ফেলা: যে কোনও কাজ করতে করতে বার বার চোখের পলক ফেলতে হচ্ছে? বারবার চোখের পলক পড়ার অর্থ চোখের উপর চাপ পড়ছে। এ ক্ষেত্রে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে।

ক্লান্ত চোখ: বই পড়তে গিয়ে চোখ ক্লান্ত লাগছে? বেশিক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে চোখে ব্যথা করছে? পাওয়ারে বদলের সময় হলে এই লক্ষণগুলি দেখা যায়। এ ক্ষেত্রে নতুন চশমার প্রয়োজন হতে পারে।

চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া: অনেক সময় হঠাৎ চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। সমস্যা  কিন্তু চশমা বদলেই তার সমাধান করা যেতে পারে।

ডাবল ভিশন: চোখে কোনও জিনিস দুটো করে দেখছেন। এই ক্ষেত্রে বুঝতে হবে চশমা বাদলানোর সময় এসেছে।

আরও পড়ুন