চাঁদপুরের কচুয়ায় বাবাকে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করেছে তার ছেলে। শনিবার (২২শে নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল খালেক। এ ঘটনায় ঘাতক ছেলে হোসাইনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে গাছের চারা রোপণ করতে যায়। এ সময় তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন ঘর থেকে দেশীয় ধারালো দা এনে বাবার গলায় এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে বাবার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে সে।
আটক ও পারিবারিক দাবি ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক হোসাইনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পরিবারের অন্য সদস্যদের দাবি, অভিযুক্ত হোসাইন মানসিক ভারসাম্যহীন।
পুলিশের বক্তব্য কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে হোসাইনকে আটক করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন