চাঁদপুরে জুমার নামাজের সময় মসজিদের ইমাম আনম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর) এক ব্যক্তির হামলায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ই জুলাই) দুপুরে শহরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি মসজিদে এই ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন নামের হামলাকারীকে ঘটনার পরপরই মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত ইমাম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ চলাকালীন সময়ে গুনরাজদী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। একপর্যায়ে তিনি ইমামকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।
তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং হামলাকারী বিল্লাল হোসেনকে ধরে পুলিশে খবর দেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন 'কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে' ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন বলে স্বীকার করেছেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় মুসল্লিরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
ডিবিসি/এএমটি