বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

চাঁদাবাজ ও খুনিদের উৎখাত না করলে রক্ত-জীবন উৎসর্গ সার্থক হবে না: পীর চরমোনাই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৪:৫২:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, দেশ থেকে চাঁদাবাজ, খুনি ও তাঁবেদারদের উৎখাতের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের গণ-আন্দোলনে যারা রক্ত ও জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই ত্যাগ তখনই সার্থক হবে যখন এই অপশক্তিকে নির্মূল করা সম্ভব হবে।

স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট, খুনি ও পাচারকারীরা দেশ থেকে পালিয়েছিল। এর এক বছর পূর্ণ হচ্ছে। তিনি সেই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশে খুনি, ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারীদের তৈরি হতে না দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, চাঁদাবাজি, খুনি ও তাঁবেদাররা এখনও বিদ্যমান। তিনি এসব অপশক্তির প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, 'বাংলার জমিন থেকে এই চাঁদাবাজ, খুনি ও তাঁবেদারদের উৎখাত করতেই হবে।'

 

পীর সাহেব চরমোনাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা চাঁদাবাজি করছেন এবং বিদেশের ইচ্ছাপূরণে কাজ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 'দেশে অনেক মেধাবীরা জীবন দিয়েছেন, অনেক মা-বোন সংগ্রাম করেছেন। দেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও তাঁবেদারি সহ্য করা হবে না।'

 

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, যে উদ্দেশ্য ও চেতনা নিয়ে আন্দোলন হয়েছিল তা এখনও পূরণ হয়নি। তিনি বলেন, 'যে অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনতা লড়াই করেছে, তা দেশের ক্ষমতাবানদের মধ্যে এখনো বিদ্যমান।' তিনি জানান, তাদের যুদ্ধ শেষ হয়নি এবং তারা রাজপথ ছাড়েননি। তিনি বলেন, 'দেশ কারো কাছে ইজারা দেওয়া হয়নি, এটা মগের মুল্লুক নয়।'

 

পীর সাহেব চরমোনাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গত জুলাইয়ের আন্দোলনের চেতনায় নতুন করে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস বা তাঁবেদারকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে উৎখাতে কাজ করার আহ্বান জানান। তিনি পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশকে সুন্দর করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

 

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন