বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান এনসিপির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ১০:৫২:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদী শক্তি এবং চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১১ই জুলাই) খুলনার শিববাড়ী মোড়ে দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল, একইভাবে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে। খুলনাবাসী প্রস্তুত থাকুন, আগামী ৩রা আগস্ট ঢাকায় এই সবকিছুর জবাব দেওয়া হবে।

 

তিনি আরও যোগ করেন, কিছু লোক নতুন স্বাধীনতাকে চাঁদাবাজির স্বাধীনতা হিসেবে দেখছে, যা সম্পূর্ণ ভুল। খুলনার বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা, বিশেষ করে পাটকলগুলো পুনরায় চালু করার এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান তিনি। নাহিদ ইসলাম রামপাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে বলেন, ভারতের সুবিধার জন্য সুন্দরবনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অসমাপ্ত গণঅভ্যুত্থান চালিয়ে যাওয়ার উপর জোর দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রই এই আন্দোলনকে দমাতে পারবে না।

 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভক্ত করার চেষ্টা চলছে, বিশেষ করে ধর্মীয়ভাবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিভাজন রুখে দিতে হবে। আখতার হোসেনের মতে, বাংলাদেশের সংস্কার না হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না। তিনি গণতন্ত্রকে সুরক্ষিত করতে সংস্কারের পর নির্বাচনে যাওয়ার কথা বলেন।

 

দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা নতুন করে মুজিববাদের ঠিকাদার সেজেছে, তারা মূলত আওয়ামী লীগের ফ্যাসিবাদকেই ধারণ করছে। তিনি মন্তব্য করেন, তাদের অধ্যায় শেষ কারণ শেখ হাসিনা জনগণের ভাষা বোঝেননি।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন