বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে ডিসেম্বর ২০২০ ১০:২৫:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁয় চাঁদা না দেওয়ায় নরেশ চন্দ্র দাস নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আজ শুক্রবার (২৫শে ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে নরেশ চন্দ্রের পরিবার।

তারা বলেন, ১৭ই মার্চ নওগাঁ সদর থানার এএসআই মাসুদ রানা ফোন করে নরেশের কাছে চাঁদা দাবি করে। ওই দিন সন্ধ্যায় এএসআই মাসুদ রানাসহ তিনজন নরেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে যায়।

আত্বীয়-স্বজনরা রাস্তায় পড়ে থাকতে দেখে ধরাধরি তাকে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পরিবার থানায় মামলা করতে গেলে তাদের নানাভাবে হুমকী দেয়া হয়।

পরে এএসআই মাসুদ রানা এবং অজ্ঞাত দুইজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় আছেন নরেশ চন্দ্র দাসের পরিবার।

আরও পড়ুন