চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে অবৈধভাবে নতুন কমিটি গঠণ এবং জোরপূর্বক ক্ষমতা গ্রহনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সোনার মোড় এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে আব্দুল হাকিম হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ করেন। এছাড়া নতুন কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদসহ নতুন কমিটির সদস্যদের বিরুদ্ধে জোর করে ক্ষমতা দখল এবং চক্ষু হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের করা হচ্ছে এমন অভিযোগও করেন। নতুন এ কমিটি অবৈধ কমিটি আগের কমিটির সদস্যরা মানে। চলমান মামলার পাশাপাশি আরো একটি মামলা দাযের করা হবে।
এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা খাতুন, সাবেক কমিটির সদস্য সুমন আলীসহ অন্যান্যরা।
এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি চক্ষু হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম সভা করেন। তবে আগের কমিটির কোনো সদস্যই এই সভায় উপস্থিত হননি বা নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেনি।
এর আগে আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও সভা প্রতিহতের ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সদর মডেল থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বহিরাগতদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়। পরে নতুন কমিটির সদস্যরা চক্ষু হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা করেন।
প্রতিবাদে নতুন কমিটিকে অবৈধ ঘোষনা করে সাংবাদিক সম্মেলন করেন আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
এদিকে নতুন কমিটির চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, আগের কমিটি সমিতির বিপুল পরিমান অর্থ নয় ছয় করায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের বিরুদ্ধে দুদক তদন্ত করে এবং তার অনিয়মের সত্যতা খুঁজে পায়।
তিনি বলেন, হাসপাতালটি নিয়ে বিভিন্ন সময় নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। আগামীতে কেউ যাতে হাসপাতালটি নিয়ে অনিয়ম করতে না পেরে সে বিষয়ে আমরা নতুন কমিটি কাজ করবো। পাশাপাশি সাধারণ মানুষের সুচিকিৎসাও নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের বিরুদ্ধে দ্রুত মামলাও দায়ের করা হবে।
অপরদিকে নতুন কমিটির ভাইস চেয়ারম্যান ও হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা এবং তথ্য প্রমাণ থাকলে দুদকে মামলা করার কথা বলেন তিনি। তবে নতুন কমিটির বিষয়ে তিনি জানান, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। অবৈধভাবে নয়।
১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির চেয়ারম্যান আব্দুল ওদুদ, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কানিজ ফাতেমা মিতু।