চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে আবারও তীব্র ভাঙন শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ধস চললেও এ বছর তা ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হচ্ছে এলাকার বাড়ি-ঘর, ফসলি জমি। হুমকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতুলী, নারায়নপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা, মনাকষা ও দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে দুই উপজেলার এক তৃতীয়াংশ ফসলি জমি বিলীন হয়ে গেছে।
নদী তীরবর্তী এলাকার অনেক বাড়ি-ঘর, স্কুল, কলেজ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ।
স্থানীয়রা ভাঙনরোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনও চান। জনপ্রতিনিধি বেলাল ই ইদ্রিশী বাকী এ বিষয়ে কথা বলেছেন।এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙনরোধে দ্রুত বাঁধের কাজ শুরুর কথা। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম, আহসান হাবীব জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। নদীপাড়ের বাসিন্দারা ভাঙনরোধে দ্রুত কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন।
ডিবিসি/আরএসএল