চাঁপাইনবাবগঞ্জে ফুফু শাশুড়ির মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় একটি ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবুল কালাম আজাদ (২৮)। তিনি গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে। মাত্র দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুফু শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে আবুল কালাম আজাদ সোমবার ভোরে মোটরসাইকেলযোগে ঢাকার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ীর উদ্দেশে রওনা দেন। দীর্ঘপথ পাড়ি দিয়ে বাড়ির কাছাকাছি, মাত্র দুই কিলোমিটার দূরে, বাহির মল্লিকপুর এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত ফুফু শাশুড়ির জানাজার মাটি দিতে এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল