শীতের শুরুতে কম্বলের চাহিদা বাড়ে। তবে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় এখনো টিকে আছে ভেড়ার লোম থেকে ঐতিহ্যবাহী কম্বল তৈরির পেশা। ৭০ বছর বয়সী একমাত্র কারিগর আব্দুল খালেক এই ঐতিহ্য আগলে রেখেছেন। তবে সরকারি সহায়তা না পেলে এই পেশা হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
ভেড়ার গা থেকে বিশেষ ধরনের কাঁচি দিয়ে পশম কাটা হয়, এরপর একই রঙের পশম বাছাইয়ের কাজ চলে। পানিতে ধোয়ার পর তুলা বানানোর প্রস্তুতি নেওয়া হয়। সেই তুলা চরকায় কেটে সুতা তৈরি করা হয়, আর সেই সুতা দিয়েই তৈরি হয় প্রাকৃতিক উষ্ণতার পরশ মেশানো কম্বল।
হাতে বোনা কম্বল তৈরির এই কাজটি কিশোর বয়সে বাবার কাছ থেকে শেখা আব্দুল খালেক এখনও ধরে রেখেছেন। তবে তার অবর্তমানে এই পেশা বিলুপ্ত হতে পারে। এই শঙ্কা প্রকাশ করেছেন কারিগর আব্দুল খালেক। ঐতিহ্য টিকিয়ে রাখতে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ও গবেষক প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুও এই বিষয়ে কথা বলেছেন।
এদিকে ঐতিহ্য ধরে রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা চেম্বার অব কমার্স। চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ এই আশ্বাস দেন। আব্দুল খালেক শুধু কম্বলই নয়, জায়নামাজ, মাফলারসহ বেশ কিছু পণ্য তৈরি করেন।
ডিবিসি/ এইচএপি