বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারায় গণপিটুনিতে বাবু নামের এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০১:৩০:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় নিজের মাকে মারধরের অভিযোগে এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ই জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তার বাবা ও কয়েকজন মিলে তাকে মারধর শুরু করলে বাবু ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন