বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সেতু আছে কিন্তু রাস্তা নেই: ভোগান্তিতে এলাকাবাসী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এলাকাবাসীর কোনো কাজে আসছে না।

সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৬০ মিটার এই সেতুর কাজ শেষ না করেই ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সরাসরি পার হওয়ার সুযোগ না থাকায় কৃষিপণ্য নিয়ে এলাকাবাসীকে এখন পাড়ি দিতে হচ্ছে বাড়তি ১০ কিলোমিটার পথ। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেতুর নিচে পানি জমে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। যদিও চলতি বছরের ৬ই মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে এখন নতুন করে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার এই প্রকল্প নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন