বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

চাপে নয়, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা সরানো হয়েছে: ইসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ০৮:৩৮:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোনো ধরনের চাপের মুখে নয়, বরং জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের লক্ষ্যেই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। তবে, প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিতই থাকছে, যা অন্য কোনো দলকে বরাদ্দ দেওয়া হবে না।

আজ বুধবার (১৬ই জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের মধ্যে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

 

তিনি আরও জানান, সম্প্রতি নৌকা প্রতীক নিয়ে জনমনে কিছু আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় দূর করার জন্যই কমিশন ওয়েবসাইট থেকে প্রতীকটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।

 

তিনি স্পষ্ট করে বলেন, ওয়েবসাইট থেকে সরানো হলেও নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রতীক ব্যবহার করতে পারবে না এবং অন্য কোনো দলকেও এটি বরাদ্দ দেওয়া হবে না।

 

আখতার আহমেদ উল্লেখ করেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও, বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ওয়েবসাইট থেকে প্রতীকটি আপাতত সরিয়ে রাখা হয়েছে। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন