আন্তর্জাতিক, ভারত

চালের পরে এবার ধানের তুষ রপ্তানি বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে জুলাই ২০২৩ ১১:২০:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কয়েকদিন আগেই চাল রপ্তানি বন্ধ করেছে ভারত। এতে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর মাঝেই আরেক পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি।

আগামী নভেম্বর পর্যন্ত সবধরনের ধানের তুষ চালানে বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় সরকার। শিগগিরই তা কার্যকর হবে।

আসছে ৩০ নভেম্বর পর্যন্ত ধানের তুষ রপ্তানি নিষিদ্ধ থাকবে। বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের অধিদপ্তর (ডিজিএফটি) ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ধানের তুষ রপ্তানিকারক ভারত। গরু-ছাগল,হাঁস-মুরগি, মাছের খাবার তৈরিতে এটি ব্যবহৃত হয়।

বৈরি আবহাওয়ায় এবার ভারতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বিগত কয়েক মাস ধরে দেশটিতে চালের দাম হু হু করে বাড়ছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ধানের তুষের দর।

গো-খাদ্যের মূল্য বাড়ায় বেড়েছে দুধের দাম। মাছ-মুরগির দরও বাড়তি। মূলত, অভ্যন্তরে দুগ্ধপণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে ধানের তুষ রপ্তানি বন্ধ করলো কেন্দ্রীয় সরকার।

বিশ্বের অন্যতম প্রধান দুধ সরবরাহকারী ভারত। দেশটির এ সিদ্ধান্তে চালের পর বিশ্বব্যাপী দুগ্ধপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা জেগেছে।

গত সপ্তাহে বাসমতি ছাড়া সবধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করে ভারত। বৈরি আবহাওয়ায় দেশটিতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় গত কয়েক মাস ধরে খাদ্যশস্যটির দর বেড়েই যাচ্ছিলো। ফলে অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

এতে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তার অভাব দেখা দিতে পারে। ইতোমধ্যে ভারতীয় সরকারকে পুনরায় দ্রুত চাল রপ্তানির অনুরোধ জানিয়েছে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের প্রধান নেতা।

আরও পড়ুন