জরুরি চিকিৎসার প্রয়োজনে গাজা ছেড়ে বিদেশ যাওয়ার অনুমতি না পেয়ে গত দেড় বছরে ১ হাজার ৯২ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, ইসরায়েলের চলমান আগ্রাসন ও অবরোধের কারণে সময়মতো চিকিৎসা না পেয়েই এই প্রাণহানি ঘটেছে।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২৮শে নভেম্বর পর্যন্ত গাজার স্থানীয় কর্তৃপক্ষের নথিভুক্ত তথ্যে এই মৃত্যুর পরিসংখ্যান উঠে এসেছে।
তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস' জানিয়েছিল, চিকিৎসার অভাবে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে তিন থেকে চার গুণ বেশি হতে পারে।
গেব্রেয়াসুস জানান, গত দুই বছরে ১০ হাজার ৬০০ জনেরও বেশি গুরুতর রোগীকে গাজা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যাদের মধ্যে ৫ হাজার ৬০০ জনই শিশু। এসব রোগীকে মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টিরও বেশি দেশ আশ্রয় ও চিকিৎসা সেবা দিচ্ছে।
তবে এখনো বহু রোগী গাজা ত্যাগের অপেক্ষায় ধুঁকছে। ডব্লিউএইচও প্রধান বিশ্বের অন্যান্য দেশগুলোকে ফিলিস্তিনি রোগীদের জন্য তাদের 'দরজা খুলে দেওয়ার' আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমইউএ