বাংলাদেশ

চিকিৎসাসেবা শুরু করেছে ঢাকায় আসা ভারতীয় মেডিকেল টিম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ০৩:২৯:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে ঢাকায় আসা ভারতীয় মেডিকেল টিম। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বিস্তারিত পরামর্শ দেন। তারা প্রতিটি গুরুতর কেস পর্যালোচনা করেছেন। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মত বিনিময় এবং ভবিষ্যতের চিকিৎসার পদ্ধতি সম্পর্কেও তাদের মূল্যায়ন জানিয়েছেন।

 

এর আগে ঢাকায় বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন। এরপর বুধবার ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় আসেন। গত সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে আহতদের চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যেই ঢাকায় এসেছে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিম।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন