আন্তর্জাতিক, ইউরোপ

চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৪:২৮:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র‌্যাটক্লিফ।

এ বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন-যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র‌্যাটক্লিফ।

সোমবার নোবেল কমিটি চিকিৎসায় এ বছরের নোবেলজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হলো।

নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দেহকোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি বুঝতে এবং এর সঙ্গে মানিয়ে নিতে পারে সে বিষয়টি আবিষ্কারের জন্যই তিন বিজ্ঞানীকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

এ বছর পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার) এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ক্যান্সারের চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করে গত বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসাকু হোনজো।

আরও পড়ুন