চিকিৎসা ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাসাপাতালের চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার দুপুরে ঢাকা সিএমএইচএ নবনির্মিত 'অনন্ত সমর ‘ ভাস্কর্য উদ্বোধন করে একথা বলেন সেনাপ্রধান। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ আর্মি মেডিক্যাল কোরের সদস্য ও করোনায় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মত্যাগকারী সদস্যদের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে এই ভাস্কর্যটি। পরে হাসপাতালে অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপল্যাব নামে নতুন চারটি স্থাপনার উদ্বোধন করেন সেনাপ্রধান।
সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে নতুন এসব স্থাপনা ও বিভাগ সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান সেনা প্রধান।