বাংলাদেশ, রাজনীতি

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে নিজ দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন।

তার মতে, রাজনীতিবিদদের সামান্য কিছু হলেই বিদেশে চিকিৎসার জন্য ছুটে যাওয়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে।

 

শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, 'সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই?'

 

তিনি আরও বলেন যে, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার সবসময়ই আস্থা ছিল এবং সেই আস্থা ফিরিয়ে আনতে তিনি দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন না।' তিনি আরও মন্তব্য করেন যে, রাজনীতিবিদরা যদি দেশেই চিকিৎসা নিতেন, তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ করা সহজ হতো।

 

এছাড়াও, জামায়াত আমির একটি ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য দেশের মানুষকে আগামীতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন