বিনোদন

চিত্রনায়ক রিয়াজের ৪৯তম জন্মদিন আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে অক্টোবর ২০২০ ০১:৫৪:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ চিত্রনায়ক রিয়াজের ৪৯তম জন্মদিন। ১৯৭২ সালে ফরিদপুরে আজকের এইদিনে (২৬শে অক্টোবর) জন্ম নেন তিনি। 

ঢাকাই সিনেমার বড় তারকা রিয়াজ আহম্মেদ। নব্বই দশকের শেষদিকে লাভার বয় খেতাব পাওয়া এই নায়ক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়কদের একজন হিসেবে।

দুই যুগের বেশি ক্যারিয়ারে এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ রেকর্ড সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মধ্যে রয়েছে- ‘দুই দুয়ারী’ (২০০০), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) ও ‘কি যাদু করিলা’ (২০০৮)।

ছিলেন পাইলট, হুট করে হয়ে যান রূপালী পর্দার নায়ক। অনেকটা কাকতালীয় ছিল পর্দায় অভিনয়ের ব্যাপারটি। চাচাত বোন ববিতার সাথে বিএফডিসি ঘুরতে গিয়ে নায়ক জসিমের নজরে পড়ে নায়ক হয়ে যান 'বাংলার নায়ক' সিনেমায়।

প্রথম দুই বছর কেটে যায় প্বার্শ চরিত্রে। সালমান শাহর সাথে প্রিয়জন সিনেমায় তার উপস্থিতি আকর্ষণ করে দর্শককে। ১৯৯৭ সালে 'প্রাণের চেয়ে প্রিয়' সিনেমা তারকা খ্যাতি এনে দেয় রিয়াজকে। তারপর শুধু জয় করে যাওয়া, বক্স অফিস মাতিয়ে রাখা।

সালমান শাহর শূন্যতায় ঢালিউডের একমাত্র ভরসা তখন রিয়াজ। জুটি গড়েছেন শাবনুর, পূর্ণিমার সাথে। রিয়াজ শাবনুর জুটি ঢালিউড সেরা জুটির মধ্যে অন্যতম। অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। নাটকেও অনন্য রিয়াজ। বিশেষ করে হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকে উজ্জলতা দেখিয়েছেন তিনি।

বলিউডের সুস্মিতা সেনের সাথে জুটি বেঁধে করেছেন ইংরেজি সিনেমা 'ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট'। সবশেষ মুক্তির অপেক্ষায় আছে বিগ বাজেটের সিনেমা অপারেশন সুন্দরবন।

আরও পড়ুন