চিত্রশিল্পী এস.এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী আজ। বিশ্ববরেণ্য শিল্পীর জন্মবার্ষিকী এলে আগে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যেত। অথচ এবার সেই সুলতান মঞ্চে নেই কোন আয়োজন।
এবার শুধু সুলতান স্মরণে প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও কুরানখানির মধ্যেই সীমিত রাখা হয়েছে। তবুও নড়াইলবাসীর বড় আপনজন হয়ে থাকা এসএম সুলতান মিশে আছেন সুলতান মঞ্চ আর চিত্রাপাড়ের ছায়ায়।
১৯২৪ সালের ১০ই আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া এস এম সুলতান জীবদ্দশায় জাতির জন্য কুড়িয়ে আনেন অফুরন্ত সম্মান।
১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ ভুষিত হন। শুধু তাই নয় দেশের বাইরে বিদেশেও সুনাম কুড়িয়ে আনেন এ উজ্জ্বল নক্ষত্র।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়কের্র বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।
দুরারোগ্য নানা ব্যধিতে আক্রান্ত ১৯৯৪ সালের ১০ই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী চিত্রশিল্পী এসএম সুলতান।
ডিবিসি/ এইচএপি