আন্তর্জাতিক, এশিয়া

চীনকে কড়া বার্তা,জাপানের অসপ্রে মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ০৫:১০:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে জাপান তাদের প্রতিরক্ষা জোরদার করার সাম্প্রতিকতম পদক্ষেপ হিসেবে বুধবার দক্ষিণ-পশ্চিম জাপানের একটি নতুন স্থায়ী ঘাঁটিতে তাদের ভি-২২ অসপ্রে ( V-22 Osprey) যুদ্ধবিমানের বহর মোতায়েন শুরু করেছে।

জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭টি অসপ্রের বহরের প্রথমটি বুধবার ক্যাম্প সাগা-তে তাদের নতুন হোম বেসে পৌঁছেছে, বাকিগুলো আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসবে।

 

এই পদক্ষেপ জাপানের দ্রুত সামরিক প্রস্তুতির অংশ, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যা ওই এলাকায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসী সমুদ্র কার্যকলাপের প্রতিরোধ হিসেবে কাজ করবে।

 

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি মঙ্গলবার সাংবাদিকদের জানান, দূরবর্তী দক্ষিণ-পশ্চিম দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা জোরদার করার পরিকল্পনার অংশ হিসেবে জাপান আইনোরা-তে (কাছাকাছি নৌ শহর সাসেবো-তে অবস্থিত উভচর দ্রুত মোতায়েন ব্রিগেড) অসপ্রেগুলিকে আরও নিবিড়ভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে।

 

তিনি বলেন, "জাপানের চারপাশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমবর্ধমানভাবে গুরুতর হয়ে উঠেছে, এবং আমাদের দ্বীপ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা আমাদের জন্য একটি জরুরি কাজ।"

 

ভি-২২ অসপ্রে ( V-22 Osprey)-এর ব্যবহার জাপানে, বিশেষ করে দক্ষিণে, এর ধারাবাহিক দুর্ঘটনার কারণে বিতর্কিত রয়ে গেছে।

 

ক্যাম্প সাগার বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী দাঁড়িয়ে "অসপ্রে চলে যাও!" বলে স্লোগান দেয়। তাদের মধ্যে একজন, ওসামু রিকিহিসা বলেন, "আপনি জানেন না কখন আরেকটি অসপ্রে আবারও বিধ্বস্ত হবে।"

 

২০২৩ সালের নভেম্বরে, জাপানের দক্ষিণ উপকূলে একটি মার্কিন বিমান বাহিনীর অসপ্রে বিধ্বস্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে, মার্কিন সামরিক বাহিনীর সাথে একটি যৌথ মহড়ার সময় একটি জাপানি সেনাবাহিনীর ভি-২২ অসপ্রে ( V-22 Osprey) উড্ডয়নের চেষ্টা করার সময় একদিকে হেলে পড়ে মাটিতে আঘাত হানে। তদন্তে মানব ত্রুটিকে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

 

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাগাতে তার বুধবারের নির্বাচনী প্রচারণার ভাষণে বলেছেন, অসপ্রে প্রচলিত হেলিকপ্টারগুলোর চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত এবং এটি জাপানের নিরাপত্তা ও দুর্যোগ ত্রাণ কার্যক্রমকে শক্তিশালী করতে পারে। তথ্যসূত্র: ডিফেন্স নিউজ

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন