তাইওয়ানে অনুপ্রবেশের দায়ে চীনা নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার (৯ জুন) ওই ব্যক্তি তাইপেই বন্দরে প্রবেশ করেন। তার বিরুদ্ধে এখন সামরিক তদন্ত চালাবে তাইওয়ান।
জানা গেছে, স্পিডবোটে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনা নৌবাহিনীর ওই সাবেক অফিসার তাইওয়ান প্রণালিতে প্রবেশ করার পর দেশটির কোস্টগার্ড তাকে গ্রেপ্তার করে। নৌবাহিনীর ওই কর্মকর্তা বলছেন, তিনি ভুল করে তাইওয়ানে প্রবেশ করেছেন। তবে কর্তৃপক্ষ বলছে তিনি মূলত তাইওয়ানের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
চায়না পিপলস লিবারেশন আর্মি নেভির সদস্য ৬০ বছর বয়সি ওই ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার তদন্ত চলছে।কোস্টগার্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান তাইওয়ান ওশান অ্যাফেয়ার্স কাউন্সিলের (ওএসি) প্রধান কুয়ান বি লিং বলেন, লোকটিকে দেখে পরিমার্জিত মনে হয়েছে। সে আগে চীনের নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেন।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কো বলেন, ঘটনাটি চীনের একটি কৌশল হতে পারে।
১৯৪৯ সালে চীনে গৃহযুদ্ধ শুরু হলে তাইওয়ান নিজেকে স্বাধীনরাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু বেইজিং জোর দিয়ে এই দ্বীপকে নিজেদের বলে দাবি করছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/আরপিকে