বাংলাদেশের প্রতিরক্ষা ও এভিয়েশন শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চীনের সহায়তায় দেশে শুরু হতে যাচ্ছে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন উৎপাদন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে একটি প্রযুক্তি হস্তান্তর ও কারখানা স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট কাঠামোর আওতায় এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি হস্তান্তর, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করা।
এই কারখানায় প্রাথমিকভাবে বিভিন্ন ধরণের ‘মিডিয়াম অল্টিচিউড লং এনডুরেন্স’ এবং ‘ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ ক্যাটাগরির ড্রোন উৎপাদন ও সংযোজন করা হবে। পাশাপাশি, এই প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে নিজস্ব ডিজাইনের ড্রোন উৎপাদনের সক্ষমতাও অর্জন করবে।
উৎপাদিত এসব ড্রোন শুধুমাত্র সামরিক কর্মকাণ্ডেই ব্যবহৃত হবে না, বরং মানবিক সহায়তা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই চুক্তির ফলে দেশীয় ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশে একটি দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে উঠবে, যা জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতে বিশেষ অবদান রাখবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। এছাড়া অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অতিথিরাও এ সময় উপস্থিত ছিলেন।
ডিবিসি/এনএসএফ