আন্তর্জাতিক, এশিয়া

চীনে এবার পিএইচডি করছে রোবট ছাত্র!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ১১:০৫:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানুষের মতো দেখতে একটি রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিয়েছে চীনের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এই ঘটনা বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

'সুয়েবা ০১' নামের এই মানবাকৃতির রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমি (STA) নাটক ও চলচ্চিত্র বিষয়ে চার বছরের ডক্টরেট প্রোগ্রামে ভর্তি করেছে।

 

ইউনিভার্সিটি অব সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ড্রয়েডআপ রোবোটিকস-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রোবটটি। এটি লম্বায় ১.৭৫ মিটার এবং এর ওজন প্রায় ৩০ কেজি। 

 

এর সবচেয়ে বিশেষত্ব হলো, এর সিলিকন ত্বকে মানুষের মতো আবেগ ও অভিব্যক্তি ফুটিয়ে তোলা যায়। এটি শুধু হাঁটতেই পারে না, মানুষের সঙ্গে ম্যান্ডারিন ভাষায় কথাও বলতে পারে। এর আগের সংস্করণটি বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ-ম্যারাথনে তৃতীয় স্থান অধিকার করেছিল।


গত ২৭শে জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সুয়েবা ০১-এর ভর্তির আবেদন গ্রহণ করা হয়। রোবটটি তার পিএইচডি গবেষণায় চীনা ঐতিহ্যবাহী অপেরার ওপর মনোযোগ দেবে। 

 

আগামী ‌১৪ই সেপ্টেম্বর থেকে এটি অন্যান্য শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসে ক্লাস শুরু করবে এবং মঞ্চনাটকের মহড়ায়ও অংশ নেবে। সুয়েবা ০১-কে শুধু অভিনয় নয়, বরং মঞ্চসজ্জা, চিত্রনাট্য লেখা, শরীরের গতি নিয়ন্ত্রণ এবং ভাষা উৎপাদনের মতো জটিল প্রযুক্তিগত বিষয়ও শিখতে হবে। খ্যাতনামা শিল্পী ও অধ্যাপক ইয়াং ছিংছিং তার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

তথ্যসূত্র সাউথ চায়না মনিং পোস্ট

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন