চীন প্রথমবারের মতো সমুদ্রের তলদেশে বিশাল এক স্বর্ণের খনি আবিষ্কার করেছে, যা এশিয়ার বৃহত্তম হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মূল্যবান ধাতুর সন্ধানে বেইজিংয়ের দেশব্যাপী অনুসন্ধান কার্যক্রম জোরদার করার ফলে এই বড় সাফল্য অর্জিত হয়েছে।
শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝাউ উপকূলে এই খনিটির অবস্থান। ইয়ানতাই নগর সরকার জানিয়েছে, নতুন এই আবিষ্কারের ফলে লাইঝাউয়ের মোট প্রমাণিত স্বর্ণের মজুদ ৩,৯০০ টনেরও (১৩৭.৫৭ মিলিয়ন আউন্স) বেশিতে দাঁড়িয়েছে। এটি চীনের মোট জাতীয় স্বর্ণ মজুদের প্রায় ২৬ শতাংশ।
চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনার অর্জন নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। বর্তমানে স্বর্ণের মজুদ এবং উৎপাদন উভয় ক্ষেত্রেই লাইঝাউ চীনে শীর্ষস্থানে অবস্থান করছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এনএসএফ