চীনে বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে এক ভাই-বোনের মধ্যে তীব্র আইনি লড়াই চলছিল। কিন্তু এই লড়াই এক পর্যায়ে এমন এক নাটকীয় মোড় নেয়, যা সিনেমার গল্পকেও হার মানায়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন, দুজনের কেউই তাদের মৃত বাবার জৈবিক সন্তান নন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তর চীনের তিয়ানজিন শহরের। চলতি বছরের মার্চ মাসে সান নামের ওই পরিবারের কর্তা মারা যান। মৃত্যুর আগে তিনি তার প্রায় ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ৯ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা) মূল্যের সম্পত্তি একমাত্র ছেলের নামে লিখে দেন।
মৃত্যুর আগে তিনি একটি বিবৃতিও রেখে যান, যেখানে তিনি তার ছেলেকে তার দত্তক নেওয়া মেয়েকে "যৌক্তিক ক্ষতিপূরণ" দেওয়ার অনুরোধ করেন।
বিবৃতিতে লেখা ছিল, "আমাদের মেয়ে দত্তক নেওয়া, কিন্তু আমরা তাকে সবসময় নিজের সন্তানের মতোই দেখেছি। আমাদের শেষ বয়সে ছেলেই আমাদের দেখাশোনা করেছে। তাই আমরা বাড়িটি তাকে দিয়েছি এবং সে তার বোনকে ক্ষতিপূরণ দেবে। আমরা আশা করি তোমরা দুজন সত্যিকারের ভাই-বোনের মতো মিলেমিশে থাকবে।"
কিন্তু বাবার এই ব্যবস্থা মেনে নিতে পারেননি মেয়েটি। তিনি সম্পত্তির ন্যায্য ভাগের দাবিতে আদালতে মামলা করেন। এই আইনি লড়াই চলাকালীনই আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়, এবং পরীক্ষার ফলাফল সবাইকে হতবাক করে দেয়।
পরীক্ষায় দেখা যায়, শুধু মেয়েটিই নয়, বরং যে ছেলেকে বাবা তার সমস্ত সম্পত্তি দিয়েছিলেন, তিনিও ওই দম্পতির জৈবিক সন্তান নন। অর্থাৎ, ভাই-বোন দুজনই দত্তক নেওয়া সন্তান ছিলেন, যা তাদের কাছেও অজানা ছিল।
ডিবিসি/এমইউএ