বেইজিংয়ে আজ থেকে শুরু হলো বিশ্বের প্রথম ‘হিউম্যানয়েড রোবট গেমস’, যা ‘রোবট অলিম্পিক’ নামে পরিচিতি পেয়েছে।
এই আয়োজনে মানুষের পরিবর্তে মাঠে নেমেছে অত্যাধুনিক সব রোবট, যারা দৌড়, কিকবক্সিং এবং ফুটবলের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
চীনের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে এই তিন দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে চীন এই আয়োজন করেছে। এতে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ব্রাজিলসহ ১৬টি দেশের প্রায় ২৮০টি দল অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রয়েছেন, তেমনি রয়েছে ইউনিট্রির মতো বিখ্যাত বেসরকারি রোবটিক্স প্রতিষ্ঠান।
রোবটগুলো শুধুমাত্র খেলাধুলাই করছে না, পাশাপাশি ওষুধ বাছাই করা, মালামাল বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো চ্যালেঞ্জিং কাজেও নিজেদের দক্ষতা প্রমাণ করছে।
এই অভিনব আয়োজন বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং রোবটিক্সের ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন করে সবার সামনে তুলে ধরেছে।
তথ্যসূত্র রয়টার্স।
ডিবিসি/এমইউএ