আন্তর্জাতিক, এশিয়া

চীনে শ্রেণিকক্ষে ঢুকে পরীক্ষার খাতা চিবিয়ে খেল হরিণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে একটি স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা চিবিয়ে খেয়েছে একটি হরিণ। গত ৩রা নভেম্বর সিচুয়ান প্রদেশের একটি স্কুলে এই মজার ঘটনাটি ঘটে।

শিক্ষার্থীরা ঘটনাটি ক্যামেরাবন্দি করে। ভিডিওতে দেখা যায়, হরিণটি ডেস্কের ফাঁক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং একটি ডেস্কে রাখা এক গাদা পরীক্ষার খাতা খাচ্ছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

 

স্কুল কর্তৃপক্ষ জানায়, হরিণটি তাদের স্কুলের ‘মাসকট’ হিসেবে রাখা হয়েছে এবং এটি ক্যাম্পাসে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এটি বেশ শান্ত স্বভাবের এবং শিক্ষার্থীদের কাছে খুব প্রিয়। শিক্ষার্থীরা প্রায়ই এটিকে খাবার দেয় এবং এর সাথে ছবি তোলে।

 

কর্মকর্তারা ধারণা করছেন, কাগজের আঁশ বা ফাইবার হরিণের স্বাভাবিক খাদ্যের মতো হওয়ায় এবং শ্রেণিকক্ষটি পরিচিত হওয়ায় এটি এমন আচরণ করেছে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর তারা প্রাণী ব্যবস্থাপনার বিষয়টি উন্নত করার পরিকল্পনা করছে।

 

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শান্ত বা পোষা প্রাণী হলেও তাদের বিচরণ ক্ষেত্র সীমিত রাখা উচিত। কারণ হঠাৎ কোনো শব্দ বা নড়াচড়ায় প্রাণী ভয় পেলে পাঠদানে ব্যাঘাত ঘটতে পারে বা শিক্ষার্থী ও প্রাণী উভয়ের জন্যই ঝুঁকির কারণ হতে পারে।

 

সূত্র: ডেইলি মেইল

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন