খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সামুদ্রিক খাবারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীন এক অভিনব পথে হাঁটছে। দেশটির একটি রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ নির্মাণকারী সংস্থা পুরনো পণ্যবাহী জাহাজকে রূপান্তর করে বিশাল এক ভাসমান মাছের খামারে পরিণত করেছে।
এই উদ্যোগ চীনের 'সামুদ্রিক রুটির ঝুড়ি' (marine bread basket) তৈরির লক্ষ্যের একটি অংশ।
'ঝা দাই ইউ ইয়াং ৬০০০১' নামের ২২৫ মিটার দীর্ঘ এবং ৩২.২ মিটার চওড়া এই বিশাল কার্গো জাহাজটি আগে ৮০,০০০ ডেডওয়েট টন পণ্য পরিবহনে সক্ষম ছিল। কিন্তু এখন এটিকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে, এটি বছরে ২,৮০০ টন পর্যন্ত মাছ উৎপাদন করতে পারবে। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের (CSSC) একটি সহায়ক সংস্থা প্রায় তিন মাস সময় নিয়ে জাহাজটিকে নতুন রূপ দিয়েছে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে চীন খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ওপর জোর দিচ্ছে। দেশের বিশাল জনগোষ্ঠীর সামুদ্রিক খাবারের চাহিদা স্থানীয় মৎস্য সম্পদের ওপর চাপ সৃষ্টি করায়, চীন অ্যাকুয়াকালচার বা মাছ চাষ শিল্পকে উৎসাহিত করতে বিভিন্ন সৃজনশীল প্রকল্প গ্রহণ করছে। পুরনো জাহাজকে মাছের খামারে পরিণত করা এই প্রকল্পেরই অংশ।
জাহাজটির মালিক সংস্থা 'সেনহাই মুগে ঝেজিয়াং মেরিন টেকনোলজি' জানিয়েছে, এটি তাদের প্রথম রূপান্তরিত জাহাজ এবং আগামী তিন বছরের মধ্যে আরও চারটি জাহাজকে এভাবে মাছ চাষের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী মাস থেকেই জাহাজটি পুরোদমে মাছ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট।
ডিবিসি/এমইউএ