আন্তর্জাতিক, এশিয়া

চীন 'অপ্রতিরোধ্য' : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৬:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ে এক বিশাল কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, চীন 'অপ্রতিরোধ্য'।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সি বলেন, 'চীনা জাতির পুনরুজ্জীবন অপ্রতিরোধ্য এবং শান্তি ও উন্নয়নের লক্ষ্যে মানবতার জয় হবে।'

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

 

সি আরও বলেন, 'মানবতা আবারও শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সংঘর্ষ এবং সকল পক্ষের জয় বা ফলাফল শুন্য খেলা বেছে নেওয়ার সম্মুখীন।'

বিশ্বজুড়ে জাতিগুলোকে 'যুদ্ধের মূল কারণ নির্মূল ও ঐতিহাসিক ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধ করার' আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, 'সাধারণ নিরাপত্তা তখনই সুরক্ষিত হতে পারে, যখন বিশ্বজুড়ে জাতিগুলো পরস্পরের সঙ্গে বৈষম্যহীন ও সমানভাবে আচরণ করবে, সম্প্রীতিতে বাস করবে ও পারস্পরিকভাবে সমর্থন করবে।'

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন