বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় গরু কেনাবেচার বিরোধে দুই ভাই খুন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২০শে সেপ্টেম্বর ২০২৫ ০১:০১:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজ সকালে (২০শে সেপ্টেম্বর) উপজেলার উথলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উথলী গ্রামের আনোয়ার ও হামজা। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই বিরোধের জের ধরে আজ সকালে ৮-১০ জন ব্যক্তি লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার ও হামজার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দুই ভাইকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে আনোয়ারের মৃত্যু হয়।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন