জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় নির্বাচনি প্রচার নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নারীসহ আহত ১৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির নারী কর্মীসহ ৮ জন এবং জামায়াতে ইসলামীর ৫ জন রয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও আলমডাঙ্গার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, যুগিরহুদা গ্রামে নির্বাচনি গণসংযোগকালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন