চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৯ই আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। জব্দকৃত রুপার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানতে পারেন যে, জগন্নাথপুর বিওপি এলাকা দিয়ে রুপার একটি বড় চালান পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে সীমান্তের ৯৬ নম্বর প্রধান পিলারের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়।
আজ ভোর সাড়ে ৫টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পাশের পাটক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে। তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আটককৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ডিবিসি/এএমটি