বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমশই কমছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে জানুয়ারী ২০২৪ ০৫:৫৬:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

এছাড়াও আগামী বুধবার চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে সূর্যের উত্তাপ ছিল না। শনিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। শীতের তীব্রতায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু খোলা রয়েছে কোচিং সেন্টারগুলো।

এদিকে চুয়াডাঙ্গার তিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোটাভাইরাস ও ডায়রিয়া রোগীর সংখ্যা। সঙ্গে শিশুদের নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালগুলোতে প্রতিদিন বহির্বিভাগে ৪৫০-৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, এ তাপমাত্রা আরো দু'দিন অব্যাহত থাকতে পারে এবং আগামী ৩১ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন